মেডিকেলে ভর্তি কার্যক্রম শুরু ২৭ মার্চ

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৩

 

সরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথমবর্ষে ভর্তির সকল কার্যক্রম শুরু হবে আগামী ২৭ মার্চ। এছাড়া ভর্তি কার্যক্রম চলবে ৬ এপ্রিল পর্যন্ত।

রবিবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানায়, এবার ৪ হাজার ৩৫০ জন পরীক্ষার্থী ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে। ভর্তিচ্ছুক শিক্ষার্থীদেরকে আগামী ২৭ মার্চ থেকে ৬ এপ্রিলের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এতে আরও জানানো হয়, সংশ্লিষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ কর্তৃক গঠিত স্থানীয় ভর্তি কমিটি নির্বাচিত ভর্তিচ্ছুক শিক্ষার্থীর মূল সনদপত্র যাচাই করবেন। পরে মেডিকেল বোর্ডে ভর্তির আগে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করে যোগ্য প্রার্থীদের সাময়িকভাবে ভর্তি করা হবে।

এদিকে আগামী ১৪ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে। টেলিটক সীমের মাধ্যমে ১ হাজার টাকা ফি দিয়ে মোবাইলে এ আবেদন করা যাবে।

এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট মেডিকেল কলেজ থেকে জানা যাবে।

এর আগে গত রবিবার (১২ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের পুরোনো ভবনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন। এবার সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে পড়ার যোগ্য ৪৯ হাজার ১৯৪ শিক্ষাথী।

শিক্ষা/আবির