মুজিববর্ষ উপলক্ষে সম্প্রচারিত হবে ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালা The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২১ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালা সম্প্রচার করা হবে। আগামী ১৭-২৬ মার্চ পর্যন্ত দেশের সব টেলিভিশন চ্যানেলসহ অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় এসব অনুষ্ঠান সম্প্রচার হবে। সোমবার (১৫ ফ্রেবুয়ারি) বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সমন্বয় সভায় এ তথ্য জানিয়েছে। কমিটির কার্যালয়ে কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরীর জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী ১৭- ২৬ মার্চ ১০ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা আয়োজনের সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। করোনা মহামারী পরিস্থিতিতে এসব অনুষ্ঠান টেলিভিশন চ্যানেল সমূহে, অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় সম্প্রচার করা হবে। এ অনুষ্ঠানমালায় প্রতিদিন পৃথক থিমভিত্তিক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জাতীয়/আবির SHARES জাতীয় বিষয়: