মিয়ানমারে ২০ মাসে রাজনৈতিক সংকটের বলি ৬৫০০ মানুষ

প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, জুন ১৪, ২০২৩

 

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে চলছে রাজনৈতিক সংকট ও সহিংসতা। এই সহিংসতায় প্রথম ২০ মাসে দেশটিতে ছয় হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জুন) মিয়ানমার পিস রিসার্চ ইনস্টিটিউট অব অসলোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারে ‘রাজনৈতিক কারণে’ ৬ হাজার ৩৩৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি এবং ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর ২ হাজার ৬১৪ জন আহত হন।

রিপোর্টের সহ-লেখক স্টেইন টনসন বলেছেন, জান্তা বাহিনী প্রধান হত্যাকারী। জান্তাবিরোধী শক্তির হাতেও প্রচুর পরিমাণে রক্ত রয়েছে।

মিয়েনমারে ২০ মাসে হত্যার এই সংখ্যা আন্তর্জাতিক সংস্থাগুলোর দেওয়া তথ্যের চেয়ে বেশি। রিপোর্ট অনুযায়ী, প্রায় অর্ধেক, অর্থাৎ ৩ হাজার ৩ জনকে হত্যার পেছনে জান্তা সরকার সরাসরি দায়ী। এছাড়া ২ হাজার ১৫২ জনের হত্যায় দায়ী করা হয় সশস্ত্র বিরোধী দল। ১ হাজার ১৭০ জন বেসামরিক নাগরিকের হত্যার পেছনে শাসক বা বিরোধী উভয়ই দায়ী।

প্রতিবেদনে বলা হয়েছে, নির্ভরযোগ্য মাধ্যম থেকে সংগৃহীত তথ্যের ওপর ভিত্তি করে হত্যাকাণ্ডের এই রিপোর্ট করা হয়েছে। প্রকৃত সংখ্যা অবশ্যই আরও বেশি হবে। যেহেতু অনেক হত্যাকাণ্ড ঢাকা পরে গেছে এবং তথ্য পাওয়া সম্ভব হয়নি।

প্রসঙ্গত, নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলে মিয়ানমার সেনাবাহিনী সু চির আইনসভা বাতিল করে এবং তার সরকারকে উৎখাত করা হয়। তারপর থেকে জান্তা ব্যাপক দমন-পীড়ন চালিয়েছে।

স্থানীয় পর্যবেক্ষক সংস্থার মতে, বিরোধীদলের ২৩ হাজারেরও বেশি লোককে গ্রেপ্তার করেছে।

আন্তর্জাতিক/আবির