মিরপুরে ৫ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২২

প্রায় এক ঘণ্টা চেষ্টার পর রাজধানীর মিরপুরে ৫তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

বুধবার (১৬ মার্চ) দুপুর ২টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, মিরপুরের দক্ষিণ বিসিক কো-অপারেটিভ মার্কেটের পেছনের ৫ তলায় আগুনের সূত্রপাত হয়। এর আগে ১টা ৩৬ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিয়ে কাজ করে।

স্থানীয়রা জানায়, ভবনটিতে আগুন লাগার পর বসবাসকারী লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা তাড়াহুড়ো করে নিচে নেমে আসে।

সারাদেশ/আবির