মালয়েশিয়াকে হারিয়ে আরও একধাপ এগোলো বাংলাদেশ

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২২

 

নারী এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই থাইল্যান্ডকে ৮২ রানে গুঁড়িয়ে দিয়ে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের কারণে ৭০/৮ রানে ইনিংস গুটানো বাংলাদেশ হারে ৯ উইকেটের বড় ব্যবধানে।

বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে মুর্শিদা খাতুন (৫৬) ও নিগার সুলতানার (৫৩) জোড়া ফিফটিতে ভর করে ৫ উইকেট হারিয়ে ১২৯ রান করে বাংলাদেশ।

টার্গেট তাড়া করতে নেমে অভিষিক্ত ফারিহা তিষ্ণার হ্যাটট্রিক এবং ফাহিমা, সানজিদা ও রুমানার বোলিং তোপের মুখে পড়ে ১৮.৫ ওভারে ৪১ রানে অলআউট হয় মালয়েশিয়া।

৮৮ রানের জয়ে চতুর্থ পজিশন থেকে শ্রীলংকাকে হটিয়ে তিনে উঠে সেমির পথে এগিয়ে গেল বাংলাদেশ।

সিলেট/আবির