মহান বিজয় দিবসে মুরারিচাঁদ কবিতা পরিষদ’র শ্রদ্ধা নিবেদন The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২২ মইনুল হাসান আবির: ৩০ লাখ শহিদের রক্তের বিনিময়ে দীর্ঘ ৯ মাস অবরুদ্ধ বাংলার সব অর্গল খুলেছিল একাত্তরের এই দিনে। উন্মুক্ত নীলাভ আকাশ আর সুনীল সমুদ্রের মুক্ত বাতাসে নিঃশ্বাস নিয়েছিল সাড়ে ৭ কোটি বাঙালি। তাই ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মাথা উঁচু করার দিন। ১৬ ডিসেম্বর বাঙালির বিজয়গাথা বীরত্বের ইতিহাসের দিন। একপ্রহর পর জাতির এই শ্রেষ্ঠসন্তানদের শ্রদ্ধা জানাতে মুরারিচাঁদ কলেজের কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এম. সি কলেজের অন্যতম সংগঠন “মুরারিচাঁদ কবিতা পরিষদ”। শুক্রবার, সকাল ৮.৩০ মিনিটে কলেজের অধ্যক্ষ কার্যালয় থেকে বিজয় র্যালি শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন এম. সি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো: আশরাফুল কবীর, শিক্ষক পরিষদের সম্পাদক মো: তৌফিক এজদানী চৌধুরী, বিভিন্ন বিভাগের প্রভাষকবৃন্দ ও সংগঠনসমূহ। শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন অধ্যক্ষ মো: আশরাফুল কবীর। মুরারিচাঁদ কবিতা পরিষদ‘র পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন মুরারিচাঁদ কবিতা পরিষদের উপদেষ্টা ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষক জনাব ফৌজিয়া আজিজ। মুরারিচাঁদ কবিতা পরিষদের সভাপতি এনামুল ইমাম, সাধারণ সম্পাদক হাসনাত জাহান সুমনা, সাংগঠনিক সম্পাদক মইনুল হাসান আবির, সহ-সাংগঠনিক তন্দ্রা কর্মকার রুপা, অর্থ সম্পাদক রিংকু সরকার, সহ-অর্থ সম্পাদক শুভ চন্দ্র পাল, সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক গোপাল দেবনাথ, আবৃত্তি ও কর্মশালা সম্পাদক সিজান শেখ। এছাড়া কার্যনির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাধা কর্মকার, সেলিম আহমেদ, জাবের তালুকদার ও ফরহাদ অহমেদ রাজু। এদিকে একে একে মুরারিচাঁদ কলেজের বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। SHARES শিক্ষাঙ্গন বিষয়: