মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৪ কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার (৩০ জুলাই) দেশব্যাপী এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এদিন কালো ব্যাজ ধারণ ও প্রার্থনা করা হবে। সোমবার (২৯ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এসব তথ্য জানিয়েছেন। প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটাপদ্ধতি সংস্কার নিয়ে জুলাইয়ের প্রথম সপ্তাহে শুরু হয় আন্দোলন। ১৫ জুলাই এসে সহিংসতায় রূপ নেয় এই আন্দোলন। ১৬ জুলাই ঢাকাসহ কয়েকটি স্থানে আন্দোলনের মধ্যে সহিংসতায় প্রাণহানি হয়। এর পর সারাদেশে ছড়িয়ে পড়ে আন্দোলন। সহিংসতায় বাড়তে থাকে প্রাণহানি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারফিউ জারি করে সেনা মোতায়েন করে সরকার। সহিংসতায় শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ১৪৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। জাতীয়/আবির SHARES জাতীয় বিষয়: