ভোটের আগে আর সংলাপ নয়: ইসি The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৩ নির্বাচন কমিশনার আনিছুর রহমান জানান, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশন (ইসি) ফের কোনো সংলাপের উদ্যোগ নেবে না। রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবে সমাধানের ওপর গুরুত্ব দেন এই কমিশনার। আগামী ভোটে সব দল অংশ নেবেও বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। মঙ্গলবার (২৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি আনিছুর রহমান এসব কথা বলেন। দেশে সংকট নেই, বিএনপিতে সংকট ঘনীভূত হচ্ছে: তথ্যমন্ত্রীদেশে সংকট নেই, বিএনপিতে সংকট ঘনীভূত হচ্ছে: তথ্যমন্ত্রী দেশের নির্বাচন ব্যবস্থার দায়িত্বভার গ্রহণের চারমাস পরই নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে সংলাপে ডাকে। তবে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো তা বর্জন করে। পরে ফের সংলাপের উদ্যোগ নিলেও বিএনপিও সমমনাদের সাড়া পায়নি আউয়াল কমিশন। পরে ফের চিঠি পাঠিয়েও কোনো জবাবে পায়নি সাংবিধানিক এ সংস্থা। সংলাপের আর কোনো উদ্যোগ নাই জানিয়ে কমিশনার আনিছুর রহমান বলেন, সংলাপ নিয়ে ভাবছি না। আমাদের সংলাপের আর প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। রাজনৈতিক বিষয় রাজনৈতিকভাবেই সমাধান হবে। রাজনৈতিক বিষয় আমাদের এখতিয়ার না। আমরা তফসিল নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবো। তফসিল নিয়ে এখনো আলোচনা হয় নাই জানিয়ে নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, অক্টোবরের কথা বলছি না। জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন বা ডিসেম্বরের শেষ সপ্তাহে করি তাহলে ৪৫ দিন আগেই করতে হবে। সামনে আর উপ-নির্বাচন করতে হবে না। জাতীয়/আবির SHARES জাতীয় বিষয়: