ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, মে ২৬, ২০২৪ ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে চুনারুঘাটে রায়হান উদ্দিন নামে এক প্রার্থীর পক্ষে প্রচারণার অভিযোগ উঠেছে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হকের বিরুদ্ধে। গতকাল শনিবার চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমান উপজেলা নির্বাচনে আনারসের প্রার্থী আবু তাহের। অভিযোগে বলা হয়, বিভিন্ন সভা সমাবেশে প্রকাশ্যে রায়হান উদ্দিনকে নিয়ে সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বিভিন্ন দান অনুদানের প্রতিশ্রুতি দিচ্ছেন। তারিখসহ বিভিন্ন সভার বিবরণও এতে তুলে ধরা হয়েছে। অভিযোগের এক কপি নির্বাচন কমিশন সচিবালয় বরাবরও প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের মোবাইল ফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়। সিলেট/আবির SHARES সারা দেশ বিষয়: