বিশ্বকাপের ৯ খেলার সূচি বদল, বাংলাদেশের ৩ ম্যাচ

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৩

 

আসন্ন ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে বাকি দুই মাস। বিশ্বকাপ শুরুর ১০০ দিন আগে সূচি প্রকাশ করেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে গুঞ্জন ছিল সূচি বদল করতে চায় আয়োজক ভারত এবং আইসিসি। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। বিশ্বকাপের মোট ৯ ম্যাচের সূচিতে পরিবর্তন আনা হয়েছে, যার মধ্যে বাংলাদেশের রয়েছে ৩টি ম্যাচ।

বিশ্বকাপের সূচি ঘোষণার সবচেয়ে বেশি আলোচনায় ছিল ভারত-পাকিস্তান ম্যাচ। ১৫ অক্টোবরের পরিবর্তে এক দিন এগিয়ে ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচটি। সেইসঙ্গে বাংলাদেশের তিনটি ম্যাচের সূচিতে এসেছে পরিবর্তন।

পরিবর্তিত তারিখ অনুযায়ী বাংলাদেশ বনাম ইংল্যান্ড ম্যাচ হবে ১০ অক্টোবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ হবে ১১ নভেম্বর আর নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩ অক্টোবর মাঠে নামবে টাইগাররা।

এছাড়াও পরিবর্তন এসেছে আফগানিস্তান-ইংল্যান্ডের ম্যাচটিতে। ১৪ অক্টোবরের পরিবর্তে ১৫ অক্টোবর দিল্লিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। হায়দ্রাবাদে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের ১২ অক্টোবরের ম্যাচটি ১০ অক্টোবর এবং লখনউতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচটি ১৩ অক্টোবরের পরিবর্তে ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে। আর নেদারল্যান্ডের বিপক্ষে ১২ নভেম্বর মাঠে নামবে স্বাগতিক ভারত।

শিক্ষাঙ্গন/আবির