বিবাহ বিভ্রাটের হাফ সেঞ্চুরি! The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, মে ১৬, ২০২৩ মাহমুদুর রহমান হিমি পরিচালিত ধারাবাহিক নাটক ‘বিবাহ বিভ্রাট’। বিয়েবিষয়ক কমেডি ঘরানার গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। চলতি বছরের ১ মার্চ মাছরাঙা টিভিতে প্রচার শুরু হয় এ নাটকের। প্রচারের পর থেকে দর্শকের কাছ থেকেও ইতিবাচক সাড়া পেয়েছেন নির্মাতা। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচারিত হচ্ছে নাটকটি। বুধবার (১৭ মে) প্রচার হবে নাটকটির ৫০তম পর্ব। পরিচালক মাহমুদুর রহমান হিমি বলেন, ‘বিবাহ কথাটা শুনলেই মনে আনন্দদায়ক এক অনুভূতি জেগে ওঠে। কিন্তু সব বিবাহের ক্ষেত্রে কি একইরকম অনুভূতি হয়! কোনো কোনো ক্ষেত্রে বিবাহ হওয়ার পূর্ব থেকে বিবাহ হওয়া পর্যন্ত নানারকম অযাচিত জটিলতা এবং বেদনাদায়ক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। একেকজনের ক্ষেত্রে একেক রকম অভিজ্ঞতা হয়। এই নাটকের মাধ্যমে সেসব জটিল, অযাচিত গল্পগুলো তুলে ধরা হয়েছে। বলা চলে, বিবাহবিষয়ক কমেডি নাটক এটি। শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকার বিনোদন পাবেন দর্শক।’ সাজ্জাদ স্বপন রচিত এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছন— সৈয়দ জামান শাওন, মুমতাহিনা টয়া, ইশতিয়াক আহমেদ রুমেল, মুসাফির সৈয়দ বাচ্চু, সুমন পাটওয়ারী, তানজিম হাসান অনিক, মাসুম বাশার, পাপিয়া জাহান, লিওনা লুভাইনা, তাইফ, খালেকুজ্জামান, সাবেরী জামান, নিহাল, প্রীতি চৌধুরী প্রমুখ। বিনোদন/আবির SHARES বিনোদন বিষয়: