বিএম ডিপোতে আরও দুই লাশের সন্ধান, মৃতের সংখ্যা বেড়ে ৪৩

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, জুন ৭, ২০২২

 

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আরও দুজনের লাশের অংশবিশেষ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস বলছে, বেশ কয়েকটি হাড়ের খণ্ড শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৪৩ জন হয়েছে।

মঙ্গলবার (৭ জুন) দুপুর ১টার দিকে লাশ দুটি উদ্ধার উদ্ধার করা হয়। এসব তথ্য জানান ফায়ার সার্ভিসের কর্মী মো. আল আমিন।

তিনি জানান, বেলা ১২টা ৭ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ আনার জন্য দুটি ব্যাগ নিয়ে ভেতরে প্রবেশ করেছে। অগ্নিকাণ্ডের স্থান থেকে লাশ শনাক্তের কাজ চলছে। অনেক জায়গায় হাড় পড়ে আছে সেগুলো সংগ্রহ করে ডিএনএ পরীক্ষা করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে, ৪১ জনের লাশ উদ্ধার করা হয়েছিল। গত শনিবার রাত সোয়া ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো লোডিং স্টেশন এলাকায় আগুনের সূত্রপাত হয়। এর দেড় ঘণ্টা পর একটি কনটেইনারে থাকা রাসায়নিক বিস্ফোরিত হয়ে হতাহতের সংখ্যা বেড়ে যায়।

সিলেট/আবির