বাংলা নববর্ষ উপলক্ষে দিরাই-শাল্লার সর্বস্তরের জনগনকে শুভেচ্ছা জানিয়েছেন ডক্টর সামছুল হক চৌধুরী

প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২২

মইনুল হাসান আবিরঃ
বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সুনামগন্জ (০২) দিরাই-শাল্লার আগামী দিনের নৌকার মনোনয়ন প্রত্যাশী, সাবেক ছাত্রনেতা বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের কার্যকরী-সভাপতি ডক্টর সামছুল হক চৌধুরী।

বাঙালির হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি এবং কৃষ্টির বাহক এদেশের বাঙালি জনগোষ্ঠী। বিভিন্ন ধর্মে-বর্ণে বিভক্ত হলেও ঐতিহ্য ও কৃষ্টির জায়গায় সব বাঙালি এক এবং অভিন্ন। নানা ঘাত-প্রতিঘাতে অনেক ঐতিহ্য হারিয়ে গেলেও পয়লা বৈশাখে নববর্ষ উদযাপন এখনও স্ব-মহিমায় টিকে আছে। সারা বছরের ক্লেদ-গ্লানি, হতাশা ভুলে এদিন সব বাঙালি নতুন আনন্দ-উদ্দীপনায় মেতে উঠেন।

একটি বছর অতিক্রান্ত করে বাঙালিরা এগোতে চলেছে এক নতুন বছরের সূচনার পথে। ১৪২৮ সনকে বিদায় জানিয়ে বাঙালি বরণ করে নেবে ১৪২৯ সনকে। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে, প্রতিবছর ১৪ এপ্রিল অথবা ১৫ এপ্রিল পয়লা বৈশাখ বা নববর্ষ পালিত হয়। সেই মতোই এ বছর পয়লা বৈশাখ বা নববর্ষ পড়েছে ১৪ এপ্রিল। দুঃখ-কষ্ট, মনের সমস্ত গ্লানি ভুলে এগিয়ে যাবার সময় এসেছে।

ডক্টর সামছুল হক চৌধুরী বলেন, বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। নতুন বছরে সবাই মেতে উঠুক নতুন আনন্দে পুরনো সব স্মৃতি মুছে নতুন স্বপ্ন জেগে উঠুক। সুনামগঞ্জ (০২) দিরাই-শাল্লার সকল জনগনকে আমার পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।

সিলেট/আবির