বাংলাদেশ কমিউনিটি ফ্রান্স (BCF) এর উদ্যোগে পুর্নবাসন প্রকল্পের ঘর হস্তান্তর The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২২ নিজস্ব প্রতিবেদকঃ বন্যা পরবর্তী ফ্রান্সে বাংলাদেশী প্রবাসীদের বৃহৎ সংঘটন BCF এর পুনর্বাসন প্রকল্পের অংশ হিসেবে দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের তাড়ল গ্রামের হালিমা খাতুনের এর ঘর পুননির্মাণ শেষে হস্তান্তর করেছে সংগঠনের নেতৃত্ববৃন্দ। ১৭ সেপ্টেম্বর, শনিবার। উপস্থিত অতিথিদের মাধ্যমে ফিতা কেটে ঘরটি হস্তান্তর করা হয়। এই হস্তান্তর অনুষ্টানটি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং মামুনুর রশীদ চৌধুরীর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বজন রক্তদান ও সেচ্ছাসেবী সংগঠন এর সাধারণ সম্পাদক মহিবুর মুন্না। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান দিরাই উপজেলা। বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন মোঃমোহন চৌধুরী ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ দিরাই, আলী আহমদ চেয়ারম্যান তাড়ল ইউনিয়ন পরিষদ , সুমন চৌধুরী প্যানেল চেয়ারম্যান তাড়ল ইউনিয়ন পরিষদ , তাজুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী,মুস্তাহার মিয়া মোস্তাক উপদেষ্টা স্বজন দিরাই,মিজানুর রহমান পারভেজ উপদেষ্টা স্বজন দিরাই, জসিম খান সমাজ করর্মী,ছোটন চৌধুরী ,আফফান হোসেন দবির,মেহেদি হাসান চৌধুরী, ইকরাম হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সিলেট/আবির SHARES সারা দেশ বিষয়: