বাংলাদেশকে আরো ৩০ লাখ ফাইজারের টিকা দিল যুক্তরাষ্ট্র The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২২ আরো ৩০ লাখ ফাইজারের টিকা বাংলাদেশকে অনুদান দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ নিয়ে দেশটি মোট ৬৪ মিলিয়ন করোনা টিকা বাংলাদেশকে দিয়েছে। ঢাকার মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে শুক্রবার এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আরো ৩ মিলিয়ন ফাইজারের টিকা অনুদান দিয়েছে। এ টিকা বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে সহায়তা করবে। এ নিয়ে বাংলাদেশকে মোট ৬৪ মিলিয়ন টিকা অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশে টিকাদান কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১২ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার ৭৯৭ জন। দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১১ কোটি ৬২ লাখ ৮৮ হাজার ৬০৩ জন মানুষ। এছাড়া দেশে এখন পর্যন্ত বুস্টার ডোজ পেয়েছেন এক কোটি ২৫ লাখ ৪০ হাজার ৬৯০ জন। এদিকে দেশে এখন পর্যন্ত ২ লাখ ১৭ হাজার ৩৬০ জন ভাসমান জনগোষ্ঠীর মানুষ টিকার আওতায় এসেছেন। তাদের জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা দেওয়া হয়েছে। সিলেট/আবির SHARES আন্তর্জাতিক বিষয়: