‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২’ পেলেন ৩১ ব্যক্তি-প্রতিষ্ঠান The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২২ ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২’ পেয়েছেন ৩১ ব্যক্তি ও প্রতিষ্ঠান। এরমধ্যে রয়েছে প্রশাসনের ২৭ জন কর্মকর্তা ও ৪টি সরকারি প্রতিষ্ঠান। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এসব পদক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে মনোনীতদের হাতে পদক তুলে দেন মন্ত্রিসভার সিনিয়র সদস্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। গণভবন থেকে এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে ,দুর্যোগ ও সামাজিক সংকট মোকাবিলা ক্যাটাগরিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সাবেক জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ (বর্তমানে নারায়ণগঞ্জের ডিসি)। চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) এ এইচ এম আবদুর রকিব, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলামসহ এই চার কর্মকর্তা পদক পেয়েছেন। গবেষণা ক্যাটাগরিতে দলগতভাবে পদক পেয়েছেন বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব আবু হেনা মোরশেদ জামান। সংস্কার ক্যাটাগরিতে ‘প্রতিষ্ঠান’ পর্যায়ে ‘ভূমি তথ্য ব্যাংক’ প্রতিষ্ঠার স্বীকৃতি হিসেবে ভূমি মন্ত্রণালয় পেয়েছে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২২’-এর পদক। জনসেবা উদ্ভাবন ক্যাটাগরিতে দলগতভাবে পদক পেয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, ঢাকার ডিসি শহীদুল ইসলাম এবং সুরক্ষা ডেভেলপার ইউনিট। মানব উন্নয়ন ক্যাটাগরিতে পদক পেয়েছেন বাগেরহাটের ডিসি মোহাম্মদ আজিজুর রহমান, মোল্লাহাটের ইউএনও ওয়াহিদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল এবং উপজেলা শিক্ষা অফিসার কামাল হোসেন। অর্থনৈতিক উন্নয়ন ক্যাটাগরিতে দলগতভাবে পদক পান নেত্রকোনায় সাবেক ডিসি ও মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব কাজি মো. আবদুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক উপ-পরিচালক হাবিবুর রহমান, খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম আরিফুল ইসলাম, খালিয়াজুরীর সাবেক সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খান এবং নেত্রকোনার মদন উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান। অপরাধ প্রতিরোধের জন্য দলগত স্বীকৃতি পান মাদারীপুরের ডিসি ড. রহিমা খাতুন, সাবেক ডিডিএলজি (বর্তমানে গোপালগঞ্জের ডিডিএলজি) আজহারুল ইসলাম, মাদারীপুর এডিসি (রাজস্ব) ঝোটন চন্দ এবং জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার আবদুল্লাহ-আবু-জাহের। বিজ্ঞান ও প্রযুক্তি ক্যাটাগরিতে পদক পান কুমিল্লার ডিসি মোহাম্মদ কামরুল হাসান, এডিসি (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, এডিসি (শিক্ষা ও আইসিটি) নাজমা আশরাফী, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ফাহিমা বিনতে আখতার এবং নাসরিন সুলতানা নিপা। গবেষণায় দলগতভাবে পদক পান ময়মনসিংহের এডিসি পারভেজুর রহমান। প্রতিষ্ঠান হিসেবে সাধারণ প্রশাসন ও ব্যবস্থাপনা ক্যাটাগরিতে পদক পায় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং উন্নয়ন প্রশাসন ক্যাটাগরিতে পানিসম্পদ মন্ত্রণালয়। সিলেট/আবির SHARES জাতীয় বিষয়: