ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত: এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, মে ২৩, ২০২৩

 

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার উদ্দেশ্যে ফেসবুকে পোস্ট দেওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৩ মে) দুপুরে রংপুরের সাইবার ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এ রায় দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিল। পরে তাকে পুলিশি পাহারায় আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ২৮ অক্টোবর আসামি রংপুরের গঙ্গাচড়ার বাসিন্দা অভিযুক্ত ওই ব্যক্তি তার ফেসবুক আইডি থেকে ধর্ম অবমাননাকর নানা বক্তব্য সংবলিত পোস্ট দেয়। সেটি মুহূর্তেই ছড়িয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে ২০১৭ সালের ৬ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে গঙ্গাচড়া থানায় মামলা হয়। আসামিকে গ্রেফতারের পর তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। মামলাটি বিচারের জন্য রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতে আসে। ১৭ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে বিচারক এই রায় দেন।

এ ব্যাপারে সাইবার ট্রাইব্যুনালের পিপি রুহুল আমিন তালুকদার বলেন, ‘বিজ্ঞ বিচারক সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ করার পর আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই দণ্ড দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করছে।’

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার জানান, মামলায় তারা ন্যায়বিচার পাননি তা ছাড়া ওই ফেসবুক আইডি থেকে এটি পোস্ট করা হয়েছে কিনা তা ফরেনসিক প্রতিবেদনে আসেনি।’ এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান তিনি।

আইন আদালত/আবির