ফের কোটা বাতিলের দাবিতে শাহবাগে অবস্থান শিক্ষার্থীদের The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৪ সরকারি চাকরিতে কোটা বাতিল ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে ফের আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। বুধবার (৩ জুলাই) বেলা আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে টিএসসি হয়ে ফের শাহবাগ মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। অবরোধের ফলে শাহবাগ হয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের সব হল থেকে মিছিল নিয়ে একত্রিত হন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘বৈষম্যের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’এমন নানা স্লোগান দেন ও প্ল্যাকার্ড দেখান। শিক্ষাঙ্গন/আবির SHARES শিক্ষাঙ্গন বিষয়: