ফের কেঁপে উঠলো তুরস্ক The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৩ বিধ্বংসী ভূমিকম্প তুরস্কে ক্ষতি ও শোকের ক্ষতের দাগ বিন্দুমাত্র মুছেনি। তার মধ্যে একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠছে তুরস্ক। দেশটিতে আজ সোমবারও ভূমিকম্প আঘাত হেনেছে। খবর বার্তাসংস্থা রয়টার্সের। প্রাথমিকভাবে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৫ বলা হলেও ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে এই ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ২। এছাড়া পূর্বে এর গভীরতা বলা হয়েছিল ১০ কিলোমিটার কিন্তু রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে এর গভীরতা ছিল পাঁচ কিলোমিটার। তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন করে আঘাত হানা ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বেশ কিছু ভবন ধসে পড়েছে। এর আগে গত ৬ ফেব্রুয়ারি আঘাত হানা ভূমিকম্পে শুধু তুরস্কের নিহতের সংখ্যা ৪৪ হাজার ছাড়িয়েছে। ভবন ধসে পড়েছে হাজার হাজার। বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ। আন্তর্জাতিক/আবির SHARES আন্তর্জাতিক বিষয়: