ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে দেশ ছাড়লো বাংলাদেশ The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৩ এশিয়া কাপ খেলতে আজ (রোববার) শ্রীলঙ্কার উদ্দেশ্য দেশ ছাড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দুপুর ১২টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে টাইগাররা। তবে অসুস্থতার কারণে দলের সঙ্গে যেতে পারেননি লিটন দাস। এছাড়া ভিসা জটিলতার কারণে যেতে পারেননি পেসার তাসজিম হাসান সাকিব। দেশ ছাড়ার আগে গণমাধ্যমকে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন পেসার তাসকিন আহমেদ। এশিয়া কাপে ফাইনালে খেলার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা, ইনশাআল্লাহ্। দলগত অর্জনই সবচেয়ে বড় অর্জন। তবে আসল লক্ষ্য হলো ভালো ক্রিকেট খেলা। সবাই দোয়া করবেন, যেন আমরা ভালো ক্রিকেট খেলতে পারি।’ এশিয়া কাপে ৩ বার ফাইনাল খেললেও এখনো চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ দল। তাসকিন আরও বলেন, ‘চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা তো অবশ্যই আছে। ভালো ক্রিকেট খেলতে হবে। সামনে বিশ্বকাপও আছে। সবাই সবার সেরাটা খেললে চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব।’ ক্রীড়াঙ্গন/আবির SHARES খেলাধুলা বিষয়: