প্রেমের ফাঁদে ফেলে টাকা আদায়, আটক তিনজন The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৩ প্রেমের ফাঁদে ফেলে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে তিনজনকে আটক করেছে মিরপুর মডেল থানা পুলিশ। আটককৃতরা হলেন- সুমাইয়া আক্তার খুশি (১৯) ওরফে মারিয়া ইসলাম, মো. মুসলিশ উদ্দিন মুন (২২) এবং খন্দকার শাওন (২৮)। এ ঘটনার সঙ্গে জড়িত মোসাম্মৎ তন্নি আক্তার (২০) নামের আরেকজন পলাতক রয়েছেন। শনিবার দিবাগত রাতে মিরপুর মডেল থানার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার দুপুরে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহাসীন ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেন। আটক সুমাইয়া আক্তার খুশি ওরফে মারিয়া ইসলাম রূপনগর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরেই প্রতারণা করে আসছিলেন। চক্রের মূল মারিয়া এবং তার বান্ধবী তন্নী। তারা বিভিন্ন ফেইক আইডি খুলে ছেলেদের সঙ্গে প্রেমের অভিনয় করে, এরপর ছেলেকে দেখা করার কথা বলে মিরপুরে আনে, মিরপুরে বাসায় আগে থেকেই বাকি তিনজন থাকে। বাসায় ঢোকামাত্র তাকে মারধর করে নগ্ন করে ভিডিও করে। এরপর তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করে। একই পদ্ধতিতে হানিফ নামের একজনকে জিম্মি করে ৮৫ হাজার টাকা আদায় করে। পরে পুলিশে অভিযোগ করলে তিনজনকে আটক করা হয়। আর উদ্ধার করা হয় ৫৪ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। সারাদেশ/আবির SHARES সারা দেশ বিষয়: