পেরুর বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, নিষিদ্ধ স্কালোনি The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৪ মাঠ ও মাঠের বাহিরে সম্প্রতি সময়টা দুর্দান্ত কাটাচ্ছেন বতর্মান বিশ্বচ্যাম্পিয়নরা। কোপা আমেরিকার প্রথম পর্বের টানা দুই ম্যাচ জেতে ৬ পয়েন্ট নিয়ে ইতিমধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্কালোনির শিষ্যরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাল সকালে মাঠে নামবেন আলবিসেলেস্তারা। এই ম্যাচেও ফেভারিটের তকমা থাকবে মেসি-ডি মারিয়া-মার্টিনেজদের গায়ে। আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের নিজেদের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নামবে সর্বোচ্চ ১৫ বার কোপা শিরোপা জয়ী দল আর্জেন্টিনা। এক ম্যাচ হাতে রেখে শেষ আটে খেলার টিকিট নিশ্চিত হওয়ার এই ম্যাচে হয়তো বিশ্রামে থাকতে পারেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কেননা সবশেষ চিলির বিপক্ষে ম্যাচে ডান পায়ের উরুতে চোট পান এলএমটেন। যদিও তিনি জানিয়েছেন, চোটটা অতটা গুরুত্বর নয়। সেই সঙ্গে গেল কয়েক দিন ধরে কিছুটা জ্বরে ভুগছেন এই বিশ্বকাপজয়ী অধিনায়ক। যার কারণে এই ম্যাচে শুরু থেকে আর্জেন্টিনার আক্রমণ ভাগে দেখা যেতে তরুণ দুই ফরোয়ার্ড পারে জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজকে। সেই সঙ্গে কোপার এবারের আসরে দুর্দান্ত সময় পার করছেন ইন্টার মিলানের তারকা লাউতারো মার্টিনেজ। আগের দুই ম্যাচে গোল পাওয়ার পাশাপাশি আকাশি-নীলদের জার্সি গায়ে সবশেষ পাঁচ ম্যাচে প্রতিপক্ষের জালে বল জড়ান ২৬ বছর বয়সি এই স্ট্রাইকার। তাই এই ম্যাচে আর্জেন্টাইন সমর্থদের বাড়তি নজর থাকবে তার ওপর। পেরুর বিপক্ষে আর্জেন্টিনার ডাগআউটে দেখা যাবে না আর্জেন্টিনা কোচকে। এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন স্কালোনি। চিলির বিপক্ষে ম্যাচে বিরতির পর দেরিতে মাঠে ফেরার অপরাধে স্কালোনিকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে দক্ষিণ আফ্রিকা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। কনমেবল মনে করে, কোপা আমেরিকার নিয়মে ১০৪ ও ১৪৫ নম্বর ধারা ভেঙেছেন স্কালোনি। এ দুটি ধারায় বলা হয়েছে, বিরতির পর খেলা শুরু করতে নির্দিষ্ট সময়ের মধ্যে দুটি দলকে মাঠে থাকতে হবে। স্কালোনিকে নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি আর্জেন্টিনা দলকে ১৫ হাজার ডলার জরিমানাও করা হয়েছে। তাই ডাগআউটে স্কালোনির জায়গায় কোচের ভূমিকায় পাবলো আইমার অথবা রবার্তো আয়ালাকে দেখা যেতে পারে। স্যামুয়েল এ নিয়ে বলেছেন, ‘তিনি (স্কালোনি) একটু তিক্ত পরিস্থিতির মধ্যে আছেন। কারণ, আমরা নিজেদের সঠিক কোচিং স্টাফ বলে মনে করে এসেছি। ছয় বছরে আমরা প্রায় কখনোই এমন নিষেধাজ্ঞার সম্মুখীন হইনি। কিন্তু এখন তার তিক্ত লাগাই স্বাভাবিক। আগামীকাল তিনি দলের সঙ্গে থাকতে চেয়েছিলেন।’ স্কালোনির মতো চিলি কোচ রিকার্দো গারেকাও বিরতির পর মাঠে দেরিতে ফেরায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন। অন্যদিকে এর আগে প্রথম ম্যাচে চিলির বিপক্ষে ড্র করার পর কানাডার বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পেরু। তাই এই ম্যাচে আর্জেন্টিনার কাছে হারলে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হবে জর্জ ফোসাটির শিষ্যদের। যার কারণে নিজেদের সর্বোচ্চটা নিয়ে লড়াই করবে দলটি। সেটি বলার অপেক্ষা রাখে না। তবে এই দুই দলের অতীতের পরিসংখ্যানে চোখ বুলালে দেখা যায় পেরুর থেকে অনেক এগিয়ে আলবিসেলেস্তারা। এখন পর্যন্ত মাঠের লড়াইয়ে মোট ৫৭ বার মুখোমুখি হয় এই দুই দল। সেখানে তিন বারের চ্যাম্পিয়নদের ৩৬ জয়ের বিপরীতে পেরুর জয় মাত্র ৭টি ম্যাচে। বাকি ১৪টি ম্যাচে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। সেই সঙ্গে ১৯৯৭ সালের পর এখন পর্যন্ত আর্জেন্টিনার বিপক্ষে মোট ১৬টি ম্যাচ খেলেও একটিতে জয় পায়নি কোপা আমেরিকার প্রথম আসরের চ্যাম্পিয়ন পেরু। এছাড়াও এই টুর্নামেন্টে ২০১৯ সালে ফাইনাল খেলে দলটি। যদিও ব্রাজিলের কাছে হেরে শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয় পেরুর। এছাড়াও কাল সকালে গ্রুপ ‘এ’-এর অন্য ম্যাচে মাঠে নামবে কানাডা ও চিলি। আগের দুই ম্যাচে এক জয় ও এক হারে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের ২ নম্বরে অবস্থান করছে কানাডা। অন্যদিকে ১ হার ও ১ ড্রতে টেবিলের ৩ নম্বরে অবস্থান করছে ২ বারের কোপার শিরোপা জয়ী দল চিলি। কোয়ার্টার ফাইনালে দৌড়ে টিকে থাকতে হলে কানাডার বিপক্ষে ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে হবে ২০১৫ ও ২০১৬ সালের কোপার চ্যাম্পিয়নদের। খেলা/আবির SHARES খেলাধুলা বিষয়: