পূজার মঞ্চে সংগীত পরিবেশনের ঘটনায় আটক ২ The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৪ চট্টগ্রাম নগরে একটি পূজামণ্ডপের অনুষ্ঠান মঞ্চে ইসলামি সংগীত পরিবেশনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে পুলিশ। খবর দ্য ডেইলি স্টারের। বৃহস্পতিবার রাতে নগরীর জে এম সেন হল পূজামণ্ডপে সংগীত পরিবেশনের ঘটনা ঘটে। আটক দুইজন হলেন—নুর ইসলাম ও শাহেদ করিম। আজ সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মুখপাত্র উপকমিশনার রইছ উদ্দীন বলেন, এই ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। আমরা জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যে দুইজনকে আটক করেছি। তারা দুইজনই স্থানীয় মাদ্রাসার শিক্ষক। প্রাথমিকভাবে জানতে পেরেছি, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন কমিটির জয়েন্ট সেক্রেটারি সজল দত্তের আমন্ত্রণে তারা সেখানে সংগীত পরিবেশন করেছেন। সজলের অনুরোধে তারা ছয়জন মঞ্চে উঠে সংগীত পরিবেশন করেন। তিনি আরও বলেন, আমরা জিজ্ঞাসাবাদের জন্য সজল দত্তের খোঁজ করছি। এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এই ঘটনার পেছনে রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, তা জানতে আমরা কাজ করছি। এর আগে এই ঘটনায় মামলা দায়ের হয়েছিল বলে আজ সকালে জানিয়েছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. লিয়াকত আলী। সারাদেশ/আবির SHARES সারা দেশ বিষয়: