পি কে হালদারকে ফেরাতে দুদকের কমিটি গঠন The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, মে ১৮, ২০২২ ভারতে গ্রেফতার এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) দেশে ফিরিয়ে আনতে কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৮ মে) সকালে দুই তদন্তকারীর নেতৃত্বে এই কমিটি গঠন করে সংস্থাটি। প্রথম ধাপে কমিটিতে রাখা হয়েছে দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন এবং গুলশান আনোয়ার প্রধানকে। পর্যায়ক্রমে সদস্য সংখ্যা বাড়ানো হতে পারে। কমিটি দুদকের মামলার আসামি পিকে হালদারকে দেশে ফেরাতে আইনি বাধা দ্রুত নিরসনের উপায় বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এদিকে, গত মঙ্গলবার (১৭ মে) তিন দিনের রিমান্ড শেষে পি কে হালদারকে ব্যাঙ্কশাল সিবিআই স্পেশাল কোর্টে হাজির করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আরও ১৪ দিনের রিমান্ড আবেদন করে। পরে আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত শনিবার (১৪ মে) উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর থেকে পি কে হালদারের সঙ্গে তার দুই ভাইসহ গ্রেফতার হয় আরও ৫ জন। বাংলাদেশের এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং অর্থপাচার মামলার পলাতক আসামি পি কে হালদারের বিরুদ্ধে বাংলাদেশের চারটি আর্থিক প্রতিষ্ঠানের প্রায় ১০ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অন্তত ৩৪টি মামলা রয়েছে। সিলেট/আবির SHARES জাতীয় বিষয়: