পানিতে ডুবে গেছে সব, খালি হাতে আশ্রয়কেন্দ্রে ছুটছেন নোয়াখালীর মানুষ

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৪

 

নোয়াখালীতে অতিবর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা ইতিমধ্যে তীব্র বন্যায় রূপ নিয়েছে। জেলার প্রধান শহর মাইজদীসহ ৯ উপজেলার সবগুলো এলাকায় ইতোমধ্যে পানি উঠেছে। পানিতে ডুবে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট। আশ্রয়কেন্দ্রগুলোতে উঠতে শুরু করেছেন স্থানীয়রা।

বুধবার (২১ জুলাই) সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার আদর্শ উচ্চ বিদ্যালয় আশয়কেন্দ্র ঘুরে দেখা গেছে, সেখানে প্রায় ৬০টির মতো পরিবারের প্রায় ২৮০ জন আশ্রয় নিয়েছেন। অনেকে বাড়িতে পোষা প্রাণী রেখেই জীবন বাঁচাতে খালি হাতে ছুটে এসেছেন আশ্রয়কেন্দ্রে।

সেখানে আসা লক্ষ্মীনারায়ণপুরের আবদুর রশিদ বলেন, ‘গত ২০ বছরে এত পানি দেখিনি। ঘরে কোমর সমান পানি উঠে গেছে। ঘরে থাকা সবকিছু নষ্ট হয়ে গেছে। হাঁসমুরগি সব পানিতে ডুবে মারা গেছে। জান বাঁচিয়ে স্ত্রী সন্তান নিয়ে আশ্রয়কেন্দ্রে এসেছি।’

নোয়াখালী সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণিতে পড়ুয়া রূপা আক্তার বলেন, ‘আমাদের ঘরে এত বেশি পানি উঠেছে যে সেখানে আর থাকা সম্ভব হচ্ছে না। তাই বাবা মায়ের সঙ্গে আশ্রয়কেন্দ্রে এসেছি। আজ দুপুরে কেউ খেতে পারিনি। এখন শহর থেকে বাবা চিড়া মুড়ি এনেছে। এগুলো খেয়েই আছি।’

নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, নোয়াখালীর ৩৫০টি আশ্রয়কেন্দ্রে ইতোমধ্যে আট হাজার পরিবার আশ্রয় নিয়েছে। বাকি আরও ১০০টির মতো আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে।

সারাদেশ/আবির