পরীকে আমরা সাপোর্ট করি: অপু The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, জুন ৮, ২০২৩ ঢালিউডের জনপ্রিয় তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণির সংসারে চলছে ভাঙনের সুর । সম্প্রতি দুজনেই বিয়ের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছেন। এমন পরিস্থিতিতে পরীর পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। গনমাধ্যমে দেয়া সাক্ষাৎকারের সময় এক প্রশ্নের জবাবে পরীকে ভুল না বোঝার আহ্বান জানান অপু। তিনি বলেন, ‘পরীকে আমরা সাপোর্ট করি। আমরা যেন তাকে ভুল না বুঝি। প্রতিটি ভুলের পেছনে দুজনেরই দোষ থাকে। কিন্তু বেলা শেষে মেয়েদেরই দায়ী করা হয়।’ অভিনেত্রীর কথায়, ‘প্রতিটি মেয়েকে তার নিজের জায়গা নিজেকেই তৈরি করে নিতে হয়। মেয়েদের ক্ষেত্রে যেটি হয়, আমি মেয়ে আমি কিছু বলতে পারব না, চুপ করে থাকব। সেখান থেকে বের হয়ে আসতে হবে।’ পরীকে এমন পরিস্থিতিতে ভেঙে না পড়ে উদাহরণ হতে বললেন অপু। তিনি বলেন, ‘পরীমণি তুমি অনেক স্ট্রং। তুমি আরও ভালো কিছু করো, যেন তোমাকে দেখে আরও ১০ জন শিখতে পারে।’ প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিন থেকেই রাজ-পরীর সংসারে টানাপোড়েন চলছে। মাঝে লোকদেখানো ভালো থাকার অভিনয় করলেও দাম্পত্যজীবনে মোটেও সুখী ছিলেন না এই জুটি, এমনটাই জানান পরীমণি। গত (২৯ মে) রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় আবারও সামনে আসে শরিফুল রাজ ও পরীমণির দ্বন্দ্ব। বিনোদন/আবির SHARES বিনোদন বিষয়: