নিবন্ধন চাইলো আরো ১৮ নতুন দল The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১, ২০২২ নিবন্ধন পেতে আরো ১৮টি নতুন দল নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে। এ নিয়ে নিবন্ধন আগ্রহী নতুন দলের সংখ্যা দাঁড়ালো ৯৮টি। সোমবার (৩১ অক্টোবর) ইসির যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন। রোববার (৩০ অক্টোবর) ছিলো নিবন্ধনের আবেদন জমা দেওয়ার শেষ দিন। ৯৮টি দলের মধ্যে সোমবার পাওয়া নামগুলো হলো- বাংলাদেশ গরীব পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ জাতীয় লীগ, বাংলাদেশ ফরায়েজী আন্দোলন, বাংলাদেশ জনতা ফ্রন্ট (বিজেএফ), বাংলাদেশ জনতা পার্টি, বাংলাদেশ শ্রমজীবী পার্টি (বিএসপি), বাংলাদেশ সৎ, সংগ্রামী ভোটার পার্টি, জাতীয় ইসলামি মহাজোট, ফরওয়ার্ড পার্টি, ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী গ্রুফ), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশ জাতীয় লীগ (বিজেএল), জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন- আসক ও স্বদেশ কল্যাণ কর্মসূচি। তবে নিবন্ধন প্রত্যাশী দলের সংখ্যা আরো বাড়বে কি-না এটা অবশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। ইসির কর্মকর্তারাও এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি। তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, আপাতত আর নাম নাও বাড়তে পারে। উল্লেখ্য, দেশে বর্তমানে নিবন্ধনপ্রাপ্ত দল রয়েছে ৩৯টি। এ পর্যন্ত নিবন্ধন বাতিল হয়েছে পাঁচ দলের। সিলেট/আবির SHARES রাজনীতি বিষয়: