নিখোঁজ সামছুন নূরকে খুঁজে বাহির করার জন্য প্রশাসের প্রতি আহববান জানান ডক্টর সামছুল হক চৌধুরী

প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৩

স্টাফ রিপোটার: সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিক্ষাবীদ, রাজনীতিবিদ ও সমাজ-সেবক, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি সাবেক সদস্য, যুক্তরাজ্য জাতীয় শ্রমিকলীগের সভাপতি ডক্টর সামছুল হক চৌধুরী তিনি আজ ৬ই জুলাই বৃহস্পতিবার দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের জারলিয়া গ্রামের মৃত আফিজ উল্লাহ’র ছেলে নিখোঁজ সামছুন নূরের পরিবারের পাশে দাঁড়ান এবং তাদের সান্ত্বনা দেন।

গত ৪জুন সামছুন নুর নিখোঁজ হয়, নিখোঁজ সামছুন নুরের পরিবারের একমাত্র উপার্জনক্ষম লোক সে নিখোঁজ হওয়ায় তার মা, স্ত্রী ও চারজন অবুঝ সন্তানেরা খেয়ে না খেয়ে দিনাতিপাত করছে। ডক্টর সামছুল হক চৌধুরী পক্ষ থেকে অসহায় এই পরিবারকে আর্থিক নগদ সহায়তা প্রদান করে বলেন আসুন আমরা আমাদের সাধ্যমত অসহায় পরিবারের পাশে দাঁড়াই।

ডক্টর সামছুল হক চৌধুরী- অসহায় নিখোঁজ দিনমজুর মায়ের আহাজারি, সন্তানদের অশ্রুজল দেখে তাদের সান্ত্বনা দেন। তিনি বলেন আইন সকলের জন্য সমান আমরা কেউ আইনের উর্ধ্বে নই, বর্তমান শেখ হাসিনা সরকারের আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত চৌকশ আপনারা থানায় ডিজি করলে ইনশা আল্লাহ অতি দ্রুত সম্ভব নিখোঁজ সামছুন নুরের সন্ধান আইন আইনশৃঙ্খলা বাহিনী পাবে বলে আমরা আশা করি।

তিনি জনগনের উদ্যেশ্যে বলেন আমি আপনাদের সন্তান হিসেবে দিরাইয়-শাললার আর্থ-সামাজিক উন্নয়নে দীর্ঘ ৩৭ বছর যাবত কাজ করে যাচ্ছি। জাতিরজনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাত ধরে বদলে যাওয়া আধুনিক ও স্মার্ট বাংলাদেশের একজন গর্বিত অংশীদার হয়ে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই।

আপনারা আমার জন্য আমার নেত্রীর জন্য দুয়া করবেন। আধুনিক ও স্মার্ট বাংলাদেশ গঠনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। আগামীতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের প্রতি আহব্বান জানান।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য এমপি প্রদপ্রার্থী জনাব সামছুল হক চৌধুরী বলেন, আমার রাজনীতির মূল উদ্দ্যেশ হলো কৃষক, শ্রমিক, দরিদ্র, অসহায় ও বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ মাটি ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছি। আমার প্রত্যাশা সকল রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষকে নিয়ে একটি পরিচ্ছন্ন, স্মার্ট ও আধুনিক দিরাই-শাল্লা গড়া তোলা। আমি আমার জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি জনবান্ধব ও নাগরিক সেবার দিয়ে দিরাই-শাল্লা গড়ে তুলতে চাই।