ধলাই নদীতে নৌকা ডুবে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৩ মো: সাইফুল ইসলাম (আফরান), কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জের ধলাই নদীতে পাথরবোঝাই নৌকা ডুবে নিখোঁজ হওয়া শ্রমিক অফিক মিয়ার (৪২) লাশ ভেসে উঠেছে। ১০ জুলাই, সোমবার ভোর সোয়া ৫টার দিকে ভোলাগঞ্জ রেলওয়ে বাংকারের মসজিদ বরাবর পূর্বদিকে নদীতে লাশটি ভেসে ওঠে। নিহত অফিক মিয়া কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালীবাড়ী গ্রামের মৃত মইবুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে ভারত সীমান্তঘেঁষা ধলাই নদের পূর্ব পাড়ে ১২৫১ নম্বর পিলারের কাছে পাথরবোঝাই একটি নৌকা ডুবে যায়। এ সময় নৌকায় অফিক ছাড়াও রফিক, সফিক ও জজ মিয়া নামে আরও তিন বারকি শ্রমিক (যন্ত্র ছাড়া পাথর-বালু তোলেন যাঁরা) ছিলেন। বাকিরা সাঁতার কেটে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন অফিক। স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি। পরে সিলেট থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল অফিককে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। তবে আজ ভোর সোয়া ৫ টায় ভোলাগঞ্জ রেলওয়ে বাংকারের মসজিদ বরাবর পূর্বদিকে নদীতে লাশটি ভেসে ওঠে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক মাহফুজ বলেন, অফিকের পরিবারের লোকজন লাশ শনাক্ত করেছেন। লাশটি উদ্ধার করে ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সিলেট সংবাদ SHARES সারা দেশ বিষয়: