দেশে চিকিৎসক-নার্সের অভাব: স্বাস্থ্যমন্ত্রী The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, জুন ২, ২০২২ দেশের স্বাস্থ্য খাতে স্থাপনা-যন্ত্রপাতি পর্যাপ্ত থাকলেও চিকিৎসক ও নার্সের অভাব রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (২ জুন) রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে নতুন ১৫টি ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) বেডের উদ্বোধনকালে তিনি এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার শুরুতে কোনো ইনস্টিটিউট ছিল না, এখন বড় বড় রোগের প্রতিটির জন্য ইনস্টিটিউট হয়েছে। আরও আটটি মেডিকেল কলেজ হচ্ছে।’ চালের অভাব নেই, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে: বাণিজ্যমন্ত্রীচালের অভাব নেই, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে: বাণিজ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘সংক্রমিত অনেক রোগ নিয়ন্ত্রণে এসেছে। তবে প্রতিবছর নতুন করে ৩ লাখ লোক এখনো যক্ষ্মায় আক্রান্ত হচ্ছে। এতে মারা যাচ্ছে ২৯ হাজার, সংখ্যাটি মোটেও কম নয়। অন্যদিকে অসংক্রামক রোগের প্রকোপ বেড়েই চলেছে, যাতে ৭০ শতাংশ মানুষের মৃত্যু হয়। শ্বাসজনিত যেসব রোগে মানুষ মারা যায়, তার বড় একটি অংশ তামাক সেবনে। এতে গলা, পেট ও ফুসফুসে ক্যানসার হয়।’ অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম বলেন, ‘দেশে ৪৬৫টি জেনারেল কনসালট্যান্ট পদ ছিল। তার মধ্যে আমরা সারা দেশের বক্ষব্যাধি হাসপাতালগুলোর জন্য ৫৪ জন জুনিয়র কনসালট্যান্টের পদ দিয়েছি। পদ সৃষ্টি একটি লম্বা প্রক্রিয়া। এর সঙ্গে মন্ত্রণালয়ের অনেক বিষয় সংযুক্ত থাকে।’ সিলেট/আবির SHARES জাতীয় বিষয়: