দিরাই-শাল্লা বন্যার্তদের পাশে মানবতার ফেরিওয়ালা ড.সামছুল হক চৌধুরী

প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, জুন ২৩, ২০২২

মইনুল হাসান আবির:
করোনার পর প্রথম দফা বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাড়িছিলেন তিনি এবারও দ্বিতীয় দফা বন্যায় দিরাই-শাল্লার বাসীর দোয়ারে দোয়ারে মানবতার ফেরিওয়ালা ড. সামছুল হক চৌধুরী। বন্যায় ভাসিয়ে নিচ্ছে সবকিছু বানভাসি মানুষের একবিন্দু আশ্রয় থাকলেও নেই খাবারের ব্যবস্থা। মানুষের হাহাকার কে বা শুনে কার কথা সবাই তো ব্যস্ত সুনামগঞ্জ ও সিলেটের আশ-পাশ নিয়ে দিরাই-শাল্লা বাসীর কাছে এখনো পৌছেনি খাবার সেই সংকটকালে মানবতার ফেরিওয়ালা হাওয়ের মানুষের আস্তা-ভাবন বাংলাদেশ আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য, যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ডক্টর সামছুল হক চৌধুরী আমেরিকা থাকা সত্ত্বেও তার লোক দিয়ে খাবারের ব্যবস্থা করে যাচ্ছেন। তার এই মানবিকতা বেঁচে থাকুক আজীবন।

আজ ২৩ জুন, বৃহস্পতিবার। দিরাই-শাল্লার আগামীর অভিভাবক প্রিয় নেতা ডক্টর শামসুল হক চৌধুরী। আজকে বন্যা কবলিত সুনামগঞ্জের দিরাই উপজেলার তারল ইউনিয়ন এর ভাংগাডহর,ডাইয়ার গাও, বাউসি,তাড়ল তলবাউসি এবং বিভিন্ন আশ্রয় কেন্দ্র সহ ২০০+ টি পরিবারে মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণ সময় দিয়েছেন মানবতার ফেরিওয়ালা মুস্তাহার মিয়া মোস্তাক ,মহিবুর মুন্না, ছুটন চৌধুরী, শাহ জাহান সাজু, মাওলানা মেহেদী হাসান চৌধুরী, সালে আহমদ মেহেদী হাসান চৌধুরী, রুহুল আমিন, সাব্বির আহমেদ।

তিনি জানান, যতো দিন বন্যা আছে আমি প্রতিদিন আশ্রয়কেন্দ্রে খাবার পাঠাবো ইনশাআল্লাহ আমার সর্বোচ্চ দিয়ে দিরাই-শাল্লা বাসীর পাশে থাকবো। তবে এ সাহায্য প্রয়োজনের তুলনায় অপ্রচুল, এখনও অসংখ্য গ্রাম রয়েছে যেখানে সাহায্যের হাত পৌঁছায়নি। মানুষ খুব মানবেতর জীবন যাপন করছে। এই জাতীয় দুর্যোগে দেশের বিত্তবানদের এগিয়ে আসা উচিৎ বলে আমি মনে করি।

আরো উপস্হিত ছিলেন ৮নং তাড়ল ইউ/পি এর প্যানেল চেয়ারম্যান সুমন চৌধুরী, মো নজীর চৌধুরী , মো তফুর চৌধুরী, ওয়াহাব চৌধুরী মো জুসেব চৌধুরী।

সিলেট/আবির