বেকারত্ব দুরীকরনে বর্তমান সরকার বদ্ধ পরিকরঃ কম্পিউটার ট্রেনিং সেন্টার পরিদর্শনকালে ডক্টর সামছুল হক চৌধুরী

প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১৮, ২০২২

স্টাফ রিপোর্টঃ

বেকারত্ব দুরীকরনে বর্তমান সরকারের পাশাপাশি আমাদের প্রতিষ্টিত দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে দীর্ঘদিন থেকে সুনামের সহিত আর্থ-সামজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় দিরাই-শাল্লা এসোসিয়েশন ইউকে দিরাই শাল্লার বেকারত্ব দুরীকরনে কর্মমুখি শিক্ষা বিস্তারে কম্পিউটার প্রশিক্ষন দিয়ে যাচ্ছে।

১৭ অক্টোবর, সোমবার। দিরাই-শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে সংগঠনের দানশীল ব্যক্তিগনের আর্থিক সহায়তায় বেকার শিক্ষার্থী এবং যুবক যুবতী ছেলে-মেয়েদের ফ্রিতে কম্পিউটার ট্রেনিং দিয়ে আসছে আজ তা পরিদর্শন করেন অত্র সংগঠন এর সাবেক সভাপতি বর্তমান উপদেষ্টা ডক্টর সামছুল হক চৌধুরী।

উল্লেখ্য যে, দিরাই-শাল্লা এসোসিয়েশন ইউকে দিরাই-শাল্লা উপজেলায় সকল মাধ্যমিক স্কুল ও সমমানের মাদ্রাসা এবং বেকার যুবক/যুবতীদের কম্পিউটার ফ্রী ট্রেনিং এর ব্যবস্থা করে যাচ্ছে। এখানে ফ্রী ট্রেনিং নিয়ে ভবিষ্যতে যাতে সহজ ভাবে কর্মসংস্থান পেতে পারে তার জন্য ট্রেনিং এর ব্যবস্থা করা হয়। সম্মানিত দানশীল সদস্যদের এবং শুভাকাঙ্খীদের মধ্য থেকে এ কম্পিউটারসহ এর আনুসাংগিক ব্যায় নির্বাহ করা হচ্ছে।
ডক্টর সামছুল হক চৌধুরী সংঘটনের বিভিন্ন সাফল্যজনক কার্যক্রম তুলে ধরে বলেন সমাজের অসহায় হতদরিদ্র মানুষের আর্থ -সামাজিক উন্নয়নের লক্ষ্যে ২০১১সালে প্রতিষ্ঠিত দিরাই-শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে।
প্রত্যেক বৎসরই দিরাই-শাল্লা উপজেলার হত-দরিদ্রদের সার্বিক সহযোগিতায় বিভিন্ন প্রজেক্ট গ্রহণ করে ভূয়সী প্রশংসা অর্জন করছে। সংঘটনটি ২০১২ সালে দিরাই-শাল্লা উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রায় ৭লক্ষ টাকার শীতবস্ত্র বিতরণের মাধ্যমে কার্যক্রম শুরু করে। এরপর ২০১৩ সালে দিরাই-শাল্লায় বিশুদ্ধ পানি সরবরাহের জন্যে ১২টি টিউবওয়েল স্থাপন, ২০১৪ সালে দিরাই-শাল্লার গুণীজনদের সম্বর্ধনা প্রদান, ২০১৫ সালে ৩৬টি হতদরিদ্র পরিবারের যুবতীদের বিবাহের জন্য আর্থিক সহায়তা প্রদান এবং ২০১৬-২০১৭ অর্থবছরে দিরাই-শাল্লা উপজেলায় সংঘটনটি ৮৫টি সেলাই মেশিন অসহায় হত-দরিদ্র পরিবারদের সাবলম্বী করার জন্য বিতরণ এবং ২০১৮সালে হাওরে কথিগ্রস্ত অসহায় কৃষকদের মধ্যে ৫০ কেজি করে প্রায় ২০০বস্তা চাল বিতরণ করে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠান এর শিক্ষক বৃন্দ, সংবাদ কর্মী মোশাহিদ সর্দার, ফারুক মিয়া চৌধুরী, জুয়েল সর্দার, আদম আলী, আবাবুর মিয়া, মহিবুর মুন্না, মকবুল হোসেন এ্হসানুল হক জুয়েল , মেহেদী হাসান চৌধুরী, রিপন মিয়া প্রমুখ।

সিলেট/আবির