দিরাই-শাল্লাবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ডক্টর সামছুল হক চৌধুরী The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৩ স্টাফ রিপোর্ট: পবিত্র ইদুল আযহা উপলক্ষে দিরাই-শাল্লার সর্বস্তরের জনগনকে শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সুনামগন্জ (০২) দিরাই-শাল্লার আগামী দিনের নৌকার মনোনয়ন প্রত্যাশী, সাবেক ছাত্রনেতা বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের কার্যকরী-সভাপতি ডক্টর সামছুল হক চৌধুরী। বাণীতে তিনি বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দিরাই-শাল্লাসহ সকল মুসলিম ভাইবোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক। মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তাঁরই নিদর্শন স্বরুপ আমরা প্রতি বছর আল্লাহতায়ালার সন্তুুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানী করি। এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কুরবানিকৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন। পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক-এই কামনা করছি। ডক্টর সামছুল হক চৌধুরী গরিব মেহনতি মানুষের সেবায় সর্বদা নিয়োজিত রয়েছেন। তিনি ছাত্র রাজনীতি থেকে শুরু করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে রাজনীতিতে শ্রম দিয়ে যাচ্ছেন। সুনামগঞ্জ (০২) দিরাই-শাল্লার সকল জনগনকে তিনি প্রতিবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে যাচ্ছেন। কোভিড-১৯ সংকটকালে তিনি দিরাই-শাল্লার অনেক গরিব মানুষকে সাহায্য করেছেন। একজন জনপ্রতিনিধি না হয়েও দিরাই-শাল্লাবাসীর জনগনের মনকে জয় করেছেন তার কাজ ও সততা দিয়ে। তিনি সবসময় অন্যায়ের প্রতিবাদে আগুয়ান বজ্র কন্ঠে তিনি প্রতিবার তিনি অন্যায়কে রুখে দিয়েছেন। তিনি সুবিধাবঞ্চিত মানুষের পরম বন্ধু হিসেবে পরিচিত। কৃষকদের সুখ দুঃখে পাশে থেকে সমাধান করে যাচ্ছেন তাদের সমস্যা। ডক্টর সামছুল চৌধুরী নিজের পকেটের টাকা দিয়ে সর্বদা দিরাই-শাল্লার অসহায় মানুষদের সেবা করে যাচ্ছেন তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিক হিসেবে পরিচিত ডক্টর সামছুম হক চৌধুরী। আগামী নির্বাচনে সুনামগঞ্জ (০২) আসনে ডক্টর সামছুল হক চৌধুরী নৌকার মনোনয়ন প্রত্যাশী দিরাই-শাল্লার সর্বস্তরের জনগনের কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন তিনি। পবিত্র পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে তিনি জানান প্রতিটি ঘরে ঘরে ঈদ কাটুক আনন্দে উৎসবে। পরিবারের সাথে ঈদের আনন্দ উপভোগ করুন সকলেকে আমার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক। সিলেট/আবির SHARES রাজনীতি বিষয়: