নিজেদের অর্থায়নে প্রতিষ্টিত দিরাই চক্ষু হাসপাতাল পরিদর্শন করেন ডক্টর শামসুল হক চৌধুরী

প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১৮, ২০২২

স্টাফ রিপোর্টঃ

দিরাই চক্ষু চিকিৎসা ও পরিচর্যা কেন্দ্র পরিদর্শন করেন বন্ধন জগদল ইউনিয়ন জনকল্যাণ দিরাই সুনামগঞ্জ এর অন্যতম দাতা এবং প্রতিষ্ঠাতা ডক্টর শামসুল হক চৌধুরী।

১৭ অক্টোবর রোজ সোমবার ডক্টর সামছুল হক চৌধুরী পরিদর্শন করেন।

তিনি বলেন আমরা সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্দ্যোগে গরীব অসহায় রোগীদের চক্ষু সেবা দিয়ে যাচ্ছি। আমাদের সংঘটনে কিছু সদস্যদের আর্থিক সহায়তায় ইতিমধ্যেই একটি এম্বুলেন্স ক্রয়করেছি। আমরা এ চক্ষু হাসপাতালটির সেবা চলমান রাখার জন্য সকলের সার্বিক সহযোগী কামনা করছি।

এ-সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠান এর ডাক্তার বৃন্দ সহ ফারুক মিয়া চৌধুরী, জুয়েল সর্দার,আদম আলী, আবাবুর মিয়া, মহিবুর মুন্না, মকবুল হোসেন এ্হসানুল হক জুয়েল , মেহেদী হাসান চৌধুরী, রিপন মিয়া প্রমুখ।

সিলেট/আবির