তিন উপজেলার সংযোগস্থল চন্ডিডর ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধনঃ

প্রকাশিত: ২:১৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৫

অনলাই ডেস্কঃ
বৃহস্পতিবার ২৩শে অক্টোবর দুপুর ২টায় দীর্ঘদিনের অবহেলিত ও ভোগান্তির অবসান ঘটানোর জন্য প্রায় ১৫ লক্ষ মানুষ নির্বিঘ্ন চলাচলের সুবিধার্থে চন্ডিডহরে স্থায়ী সেতু নির্মাণের দাবিতে অত্র এলাকার যুবসমাজের ঐকান্তিক প্রচেষ্টায় সমাজের সর্বস্তরের মানুষের সম্পৃক্ততায় এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের একটাই স্লোগান “চন্ডিডহরে সেতু চাই, এখনই চাই” নবীন, প্রবীণ, তরুণ, আবাল বৃদ্ধ, স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থী, ব্যবসায়ী, শিক্ষক, জনপ্রতিনিধি এমনকি সমাজের সর্বস্তরের লোকজন একত্রিত হয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন।

তিন উপজেলার মিলনস্থলে জনদুর্ভোগ বিবেচনায় অতিদ্রুত চন্ডিডহরে স্থায়ী সেতু নির্মাণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানান ।

মানবন্ধনে উপস্থিত তিন উপজেলার জনগণ আশাবাদ ব্যক্ত করে বলেন সরকার এই অঞ্চলের জনদুর্ভোগ বিবেচনা করে অতি দ্রুত চন্ডিডহরে স্থায়ী সেতু নির্মাণে কার্যকর পদক্ষেপ নেবে আশা প্রকাশ করেন ।