ঢাকায় ভোট দেবেন শেখ হাসিনা, নোয়াখালীতে কাদের The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৪ আগামীকাল রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সপরিবারে ঢাকায় ভোট দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। অপরদিকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভোট দেবেন নোয়াখালীর বসুরহাটে। দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় রোববার সকাল ৮টার পর পরই ঢাকা সিটি কলেজ ভোট কেন্দ্রে ভোট দেবেন। দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজ এলাকা বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বড় রাজাপুরে উদয়ন ফ্রি ক্যাডেট একাডেমিতে ভোট দেবেন। এছাড়া দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা নিজ নিজ এলাকায় ভোট কেন্দ্রে ভোট দেবেন বলে জানা গেছে। সিলেট/আবির SHARES জাতীয় বিষয়: