ডক্টর সামছুল হক চৌধুরী ফাউন্ডেশনের হত দরিদ্র মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৪ স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার স্হানীয় নগদীপুর বাজারে আলহাজ্ব শাহাব উদ্দিন চৌধুরী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্যদের ব্যবস্হাপনায় নিজস্ব অফিস কক্ষে পবিত্র মাহে রমজানে এলাকার হত দরিদ্র অসহায় প্রায় দুই শতাধিক পরিবারের মধ্যে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করে সংগঠনটি। ২০ শে মার্চ রোজ মঙ্গলবার ২০২৪ইং সকাল ১১ টায় এই আয়োজন করে। উলেখ্য যে, প্রতিবারের মত এবার ও আলহাজ্ব শাহাব উদ্দিন চৌধুরী ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং ডক্টর সামছুল হক চৌধুরী ফাউন্ডেশন যৌথভাবে তাহাদের ফ্যামেলির সদস্যদের আর্থিক সহায়তায় পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে এলাকার অসহায় ও হত দরিদ্র মানুষের মধ্য ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন লন্ডন প্রবাসী মাশুক মিয়া। সভা পরিচালনা করেন যুবলীগ নেতা মকবুল হোসেন, সভায় পবিত্র কোরআন তিলায়াত করেন মৌলানা মিজানুল হক। স্বাগত বক্তব্য রাখেন সাবেক মেম্বার আবদুল জাহির, ছাএলীগ নেতা হুসাইন আহমেদসহ আরো নেতৃবৃন্ধ। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে সার্বিক সহযোগীতা করেনঃ মোঃ সাহাজ আলী, মোঃ আবদুল হালিম, আবু সায়েদ, আলাল মিয়া, আবু হাসান, সজিদ মিয়া, আছাইব মিয়া, রইছ মিয়া, আবুল কাশেম, শিপলু মিয়া, সাহজান বেগ, হাসিম মিয়া, মলক মিয়া, খলিল বেগ, আব্দুল মজিদ, আলাল মিয়া, জাবেদ হাসান, জাকারিয়া, আলিনুর, সুমন মিয়া, মবশির খান, রফু মিয়াসহ প্রমুখ। SHARES প্রচ্ছদ বিষয়: