টিসিবির নতুন চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল ফয়সল আজাদ The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৫ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদকে বাণিজ্য সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (৮ জানুয়ারি) এই সেনা কর্মকর্তাকে প্রেষণে টিসিবির চেয়ারম্যান নিয়োগ দিতে তার চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এদিকে, টিসিবির চেয়ারম্যানের দায়িত্ব থাকা ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবালকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে দেওয়া হয়েছে। ১৯৭২ সাল থেকে টিসিবি বাজারের স্থিথিশীলতা বজায় রাখতে সয়াবিন তেল, মশুর ডাল, চিনি, ছোলা, পেঁয়াজ, খেঁজুর, রাইস ব্রান তেলসহ বিভিন্ন পণ্য বিদেশ থেকে আমদানি করে সরকারি নির্দেশনায় বাজারে বিক্রি করে আসছে। অর্থ ও বাণিজ্য/আবির SHARES সারা দেশ বিষয়: