টানা তৃতীয় দিন করোনায় মৃত্যু শূন্য The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২২ টানা তৃতীয় দিনের মতো করোনায় মৃত্যুশূন্য দিন পার করলো বাংলাদেশ। ১৬ মার্চ সকাল ৮টা থেকে ১৭ মার্চ সকাল ৮টা পর্যন্ত দেশে কোথাও করোনায় কেউ মারা যাননি। উল্লিখিত সময়ে ২৩৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বাংলাদেশে মোট ১৯ লাখ ৫০ হাজার ৩৫৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৬১ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৮ লাখ ৬৭হাজার ১৬১ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ৬৯ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ২৪ শতাংশ। সুস্থতার হার ৯৫ দশমিক ৭৩ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। সারাদেশ/আবির SHARES সারা দেশ বিষয়: