জয়ের ফিফটি, লিটনকে সঙ্গে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২২ গতকাল দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ হয়েছে ৩৬৭ রানে। এরপর ব্যাটিংয়ে নেমে নিজেদের প্রথম ইনিংসে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেট হারিয়ে ৯৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। শেষ বিকালে একে একে সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক ও মুশফিকুর রহিম প্যাভিলিয়নে ফিরে যান। একপ্রান্ত আগলে রাখেন তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়। ২৫ রানে সাদমানের বিদায়ের পর কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন শান্ত। খেলছিলেনও দুর্দান্ত, জয়ের সঙ্গে গড়ে তোলেন ৫৫ রানের জুটি। এর পরই মূলত টাইগারদের ব্যাটিংয়ে ছন্দপতন ঘটে। শান্ত ৩৮ রান করেন। পরে অধিনায়ক মুমিনুল রানের খাতা খোলার আগেই বিদায় নেন। অভিজ্ঞ মুশফিক করেন মাত্র ৭ রান। শেষ বিকালের বাকি পথটা নাইটওয়াচম্যান তাসকিনকে সঙ্গে নিয়ে পাড়ি দেন জয়। আজ (২ এপ্রিল) ডারবান টেস্টের তৃতীয় দিন ঠিক একই জায়গা থেকে শুরু করেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার জয় ও তাসকিন। কিন্তু স্কোরবোর্ডে ৩ রান যোগ করতেই বিদায় নেন তাসকিন। উইলিয়ামসের বলে পয়েন্টে দাঁড়ানো মুলদারের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। এর পরই লিটন দাসকে সঙ্গে নিয়ে আবারও দলকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করছেন মাহমুদুল হাসান জয়। এরই মধ্যে ক্যারিয়ারে নিজের দ্বিতীয় অর্ধশত তুলে নিয়েছেন এই ওপেনার। এই মুহূর্তে ব্যাট করছেন ৬৪ রানে। এ রান করতে মোকাবিলা করেছেন ১৯১টি বল। রয়েছে একটি ছক্কা ও ৬টি চারের মার। অপরপ্রান্তে, লিটন দাস ২৯ রানে অপরাজিত আছেন। দুজনের জুটি দাঁড়িয়েছে ৫১ রানে। আর বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৫২ রান। খেলা/আবির SHARES খেলাধুলা বিষয়: