জোড়া গোলে নতুন মাইলফলকে রোনালদো The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৪ বয়স চল্লিশের কাছাকাছি এলেও ক্রিস্টিয়ানো রোনালদো প্রতি ম্যাচেই যেন নতুন করে শুরু করেন। একের পর এক ম্যাচে গোল করেই যাচ্ছেন পর্তুগিজ তারকা। এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে জোড়া গোলে আল গারাফার বিপক্ষে দলকে এনে দিয়েছেন ৩-১ গোলের জয়। সেই সঙ্গে নাম লিখিয়েছেন নতুন মাইলফলকে। আল গারাফার বিপক্ষে জোড়া গোলে রোনালদোর গোলসংখ্যা এখন ৪৫০। ৩০ বছর হওয়ার পর এ নিয়ে ৪৫০তম গোলের মাইলফলকে পা রাখলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। সব মিলিয়ে ৩০ পেরোনোর পর গোল ও অ্যাসিস্ট মিলিয়ে রোনালদোর অবদান এখন ৫৫০ গোলে। সোমবার (২৫ নভেম্বর) ম্যাচের প্রথম ও দ্বিতীয়ার্ধ মিলিয়ে গোল দুটি করেন রোনালদো। ৪৬ ও ৬৪ মিনিটে দুটি গোল আদায় করে নেন পর্তুগিজ তারকা। অন্য গোলটি করেন ব্রাজিলীয় ফরোয়ার্ড অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। প্রতিপক্ষ হয়ে একমাত্র গোলটি করেন জোসেলু। ক্রীড়াঙ্গন/আবির SHARES প্রচ্ছদ বিষয়: