জেলেনস্কির ১০ দফার ভিত্তিতে শান্তিচুক্তি অসম্ভব: রাশিয়া The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৩ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রস্তাবিত দশ দফার ভিত্তিতে কিয়েভের সাথে শান্তিচুক্তি অসম্ভব বলে উল্লেখ করেছে রাশিয়া। সোমবার(৭ আগস্ট) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে এমমন্তব্য করেছেন। মারিয়া জাখারোভা বলেন, এই দশ দফার কোনোটিরই লক্ষ্য আলোচনার মাধ্যমে এবং কূটনৈতিক উপায়ে সংকটের সমাধান খুঁজে বের করা নয়। এর মূল লক্ষ্য রাশিয়ার প্রতি অনর্থক আল্টিমেটাম, যার লক্ষ্য হচ্ছে শত্রুতা বাড়ানো। এমন কিছুর ভিত্তিতে একটি শান্তিপূর্ণ সমাধান অসম্ভব। তিনি আরও বলেন, ইউক্রেন এবং পশ্চিমারা অপর দেশগুলোর শান্তি প্রস্তাবকে গুরুত্বহীন হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। জাখারোভা বলেন, সংক্ষেপে আমরা যেমন বলেছি, আন্তর্জাতিক স্তরে ভিন্নমতের বিরুদ্ধে একটি লড়াই চলছে, অসামাজিক কারসাজির মাধ্যমে সংঘাত মীমাংসার প্রচলিত ধারণাগুলোকে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। গ্লোবাল সাউথের দেশগুলোর মধ্যস্থতা ও মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন তিনি বলেন, সৌদি আরবে অনুষ্ঠিত হওয়া আলোচনায় মস্কো নজর রেখেছে। শনি এবং রোববার সৌদি আরবে বিশ্বের প্রায় ৪০টি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং সিনিয়র কর্মকর্তারা জেলেনস্কির প্রস্তাবিত দশ দফা নিয়ে আলোচনা করেছেন। এই আলোচনায় রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি। ভারত এবং চীন তাদের প্রতিনিধি পাঠিয়েছে। আলোচনার অগ্রগতিতে ইউক্রেন এবং পশ্চিমারা এর সন্তুষ্টি প্রকাশ করেছে। খবর: আলজাজিরা আন্তর্জাতিক/আবির SHARES আন্তর্জাতিক বিষয়: