জেনেভা ক্যাম্পে সেনা অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭ The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৪ রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, ২০ রাউন্ড বুলেটসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) রাতে সেনাবাহিনীর ৯টি দল এই অভিযান পরিচালনা করে। সেনাবাহিনী সূত্রে জানা যায়, মাদক সম্রাট বুনিয়া সোহেলের খোঁজে অভিযান চালানো হয়। বিহারি ক্যাম্পে মাদকের সাম্রাজ্য চালায় সে। কিন্তু সেনা উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সোহেল। ওই আস্তানায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় দলের ৭ সদস্যকে। সেইসঙ্গে ২টি বিদেশি আগ্নেয়াস্ত্র, ২০ রাউন্ড ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। জেনেভা ক্যাম্পের মাদকব্যবসা এবং সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে গত কয়েক দিনের বিশেষ অভিযানে বেশ কিছু চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ গ্রেপ্তার হওয়ায় মোহাম্মদপুরবাসীর মনে স্বস্তি ফিরে এসেছে। সন্ত্রাস দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে। রাজনীতি/আবির SHARES প্রচ্ছদ বিষয়: