জামালপুরে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ৪

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, জুন ৯, ২০২৩

 

জামালপুরে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৯ জুন) দুপুর ২টার দিকে সদর উপজেলার রানাগাছা এলাকার জামালপুর-ময়মনসিংহ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাহেদ আলী (৬০), জয়নাল (৪২), সোলায়মান (৫৫) ও আব্দুল মজিদ (৪৮)।

জামালপুর সদর থানার ওসি শাহনেওয়াজ বলেন, শুক্রবার দুপুর ২টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের রানাগাছা এলাকায় ময়মনসিংহগামী ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও ২ জনের মৃত্যু হয়। এছাড়া আরও ৫ জনের জামালপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। তারা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

সারাদেশ/আবির