জাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২২ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি অনুষদের (সি ইউনিট) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) বেলা ১২টার দিকে ‘সি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়। নিয়ম অনুযায়ী নির্ধারিত আসনের ১০ গুণ বেশি সংখ্যক পরীক্ষার্থীর মেধাতালিকা ফলাফলে উল্লেখ করা হয়েছে। এর আগে, গত রবিবার বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি অনুষদের (সি ইউনিট) ভর্তি পরীক্ষা হয়। তবে ভর্তি পরীক্ষার প্রথম দিন অনুষ্ঠিত ‘সি’ ইউনিটের পরীক্ষায় ৪৬৬টি আসনের বিপরীতে ৫৩ হাজার ৪৩০ জন আবেদন করেন। সে অনুযায়ী এ ইউনিটে প্রতি আসনে মোট ১১৫ জন শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার নির্ধারিত ওয়েবসাইটে লগ-ইন করে জাবির ‘সি’ ইউনিটের ফল দেখতে পারবেন। এছাড়া এই ওয়েবসাইট থেকেও ভর্তি পরীক্ষার ফল জানতে পারবেন। এদিকে জাবির বিভিন্ন ইউনিটের নোটিশ বোর্ডেও এই ফল প্রকাশ করা হবে এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের ওয়েবসাইটে সংরক্ষিত মোবাইল নম্বরে এসএমএস’র মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে। সিলেট/আবির SHARES শিক্ষাঙ্গন বিষয়: