জাবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, মে ১৮, ২০২২ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। আগামী ১৬ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। বুধবার (১৮ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম এ কার্যক্রমের উদ্বোধন করেন। জাবির পরিবহন অফিসের নতুন ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ছায়েদুরজাবির পরিবহন অফিসের নতুন ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ছায়েদুর জানা যায়, ‘এ’ ইউনিটে তাসনিয়া হক ঈষিকা নামের ভর্তিচ্ছু শিক্ষার্থীর আবেদনের মাধ্যমে অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়। মোবাইল ব্যাংকিং বিকাশ অথবা রকেটের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি প্রদান করতে হবে। এছাড়া ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ৩১ জুলাই থেকে ১১ আগস্ট। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন কার্যক্রম পরিচালনা করছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, উপ-রেজিস্ট্রার (শিক্ষা) এবং সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শিক্ষক-শ্রেণিকক্ষ সংকট, নেই কমনরুমশিক্ষক-শ্রেণিকক্ষ সংকট, নেই কমনরুম ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইট https://juniv-admission.org/ পাওয়া যাচ্ছে। সিলেট/আবির SHARES শিক্ষাঙ্গন বিষয়: