জাতীয় শোক দিবসে মুরারিচাঁদ কবিতা পরিষদ‘র শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৩

মইনুল হাসান আবির: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছে মুরারিচাঁদ কবিতা পরিষদ’র সদস্যবৃন্দ।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০.০০ টায় এম. সি কলেজের মেইন ফটক প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ, উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ, বিভিন্ন বিভাগের প্রভাষকবৃন্দ ও সংগঠনের নেতৃবৃন্দ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে কলেজের জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন অধ্যক্ষ আবুল আনাম মো. রিয়াজ, উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ।

মুরারিচাঁদ কবিতা পরিষদ‘র পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন মুরারিচাঁদ কবিতা পরিষদের উপদেষ্টা ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সুনীল ইন্দু অধিকারী ও ফৌজিয়া আজিজ। বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল উদ্দিন, সহযোগী অধ্যাপক শেখ মোঃ নজরুল ইসলাম, উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবদুল খালেক। মুরারিচাঁদ কবিতা পরিষদের সভাপতি এনামুল ইমাম, সাংগঠনিক সম্পাদক মইনুল হাসান আবির।

কার্যনির্বাহী সদস্য উদয় সরকার, লিমা তালুকদার, আহমেদ হাসান মান্না, সামিয়া আক্তার, নাইমুল ইসলাম গুলজার, শতাব্দী সরকার। এদিকে একে একে মুরারিচাঁদ কলেজের বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

সিলেট সংবাদ