জাতীয় নির্বাচন ঘিরে ইসির সমন্বয়হীনতা নেই: ইসি আহসান হাবিব The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৩ জাতীয় নির্বাচন ঘিরে ইসির সমন্বয়হীনতা নেই বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আহসান হাবিব খান। মঙ্গলবার (২৪ অক্টোবর) পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা উপলক্ষে কমিশন সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ইসি আহসান হাবিব বলেন, ‘এখনও ভোটের অনুকূল পরিবেশ নেই বলে ইসির ধারণাপত্রে পর্যবেক্ষণ বাস্তব।’ সাংবাদিকদের উদ্দেশে তিনি প্রশ্ন তোলেন, ‘দেশে কী সবসময় ভোটের পরিবেশ একরকম থাকে? পরক্ষণে জবাবে তিনি নিজেই জানান, ‘শতভাগ ভোটের পরিবেশ কখনোই থাকে না।’ এর আগে সরকারি ছুটির দিনেও পটুয়াখালি-১ সংসদীয় আসনের উপনির্বাচনের তফসিল নিয়ে কমিশন সভা অনুষ্ঠিত হয়। বৈঠকের পর নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম জানান, আগামী ২৬ নভেম্বর পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় এক নভেম্বর, মনোনয়নপত্র বাছাই দুই নভেম্বর। সেই সঙ্গে আগামী ৯ নভেম্বর মধ্যে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ঠিক করেছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয়/আবির SHARES রাজনীতি বিষয়: