জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশে নির্বাচনী এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময় করেন ড. সামছুল হক চৌধুরী The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৩ স্টাফ রিপোর্ট: দিরাই উপজেলার স্থানীয় হোসেনপুর বাজারে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন জনতার নেতা জননেতা ডক্টর সামছুল হক চৌধুরী। তিনি সুনামগঞ্জ-২, দিরাই-শাল্লা আসনের গনমানুষের আশা আশাঙ্খার প্রতীক, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্তাভাজন এবং নৌকার মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি সাবেক সদস্য, যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্রনেতা ডক্টর সামছুল হক চৌধুরী। তিনি গত কয়েকদিন সাধারণ মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং স্থানীয় লোকজনের সাথে দিরাই শাল্লার বিভিন্ন উন্নয়ন অবকাঠামো নিয়ে আলোচনা করেন। ডক্টর সামছুল হক চৌধুরী সবসময় অন্যায়ের প্রতিবাদে আগোয়ান। বজ্র কন্ঠে তিনি প্রতিবারই অন্যায়কে রুখে দিয়েছেন। তিনি সুবিধাবঞ্চিত মানুষের পরম বন্ধু হিসেবে পরিচিত। এসময় উপস্থিত ছিলেন, সিকন্দর পুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি জনাব আব্দুস সুবহান, বিশিষ্ট মুরুব্বি জনাব আব্দুল কদ্দুস। আরও উপস্থিত ছিলেন সাদুক মিয়া, আলী আকবর, শাহাজ আলী, খান ছালিম, সালেহ আহমদ, মকবুল হোসেন, মাও চুটু, আব্দুল হালীম, কামরুল হাসান, কুতুব খান, আরিয়ান আহমদ ও রফিকুল ইসলাম। সিলেট/আবির SHARES রাজনীতি বিষয়: