চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৩ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের দূর্গাপুর এলাকায় বালু বোঝাই ড্রাম ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংর্ঘষে দুজন নিহত হয়েছেন। শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে শায়েস্তাগঞ্জ-চুনারুঘাট সড়কের উবাহাটা সরদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, সিএনজিচালক জামাল মিয়া এবং সিএনজিতে থাকা যাত্রী ফরিদ মিয়া। জামাল হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের নরপতি গ্রামের রফিক মিয়ার ছেলে। একই উপজেলার রঘুরামপুর গ্রামের কাছম আলীর ছেলে ফরিদ মিয়া। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শুক্রবার সকাল ৭টার দিকে শায়েস্তাগঞ্জ-চুনারুঘাট সড়কের উবাহাটা সরদার বাড়ি এলাকায় চুনারুঘাট থেকে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশা ও শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে আসা বালুবাহী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজি চালক জামাল মিয়া ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অবস্থায় অটোরিকশার যাত্রী ফরিদ মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সিলেটে নেওয়ার পথেই তিনি মারা যান। ওসি রাশেদুল বলেন, ‘গাড়ি দুটি জব্দ এবং মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ড্রাম ট্রাক চালক পালিয়ে গেছে। এ ঘটনার তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ লাশ দুটি চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। সিলেট/আবির SHARES সারা দেশ বিষয়: